posted on Aug 6, 2014
এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘তিন ভূবন’, ড. মাহফুজুর রহমানের কাহিনী অবলম্বনে এতে নাট্যরুপ দিয়েছেন রোকেয়া ইসলাম, মির্জা রাকিব ও মারুফ আহমেদ। পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। অভিনয় করেছেন মাজনুন মিজান, ফারজানা ছবি, টুটুল, সীমানা, সাজ্জাদ রেজা, তুষার খান, শিরিন বকুল, হাসান মাসুদ, রাশেদ মামুন অপু, অরিণ, শিমু, শবনম পারভীন, সাবরিন নিসা, সাগর সিদ্দিকী, নিশো, শিরিন শিলা, আশরাফ কবীর, সিরাজ হায়দার, হান্নান শেলী, কাজী হায়াৎ প্রমুখ। ধারাবাহিকটি মঙ্গল ও বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হয়।
তিন ভুবনের তিন বাসিন্দা। কর্নেল, দারোগা আর চাপা খালা। এদের বাড়ীর নামও তাদের নামের সাথে মিলে মিশে হয়েছে কর্নেল ভিলা, রাণী মহল (দারোগা বাড়ী) ও চাপা মঞ্জিল। কর্নেল নিয়ম শৃঙ্খলা পছন্দ করে, এখনও তিনি সৈনিক জীবনের আদর্শ লালন করেন। স্ত্রী হনুফা ছাড়াও সংসারে রয়েছে দুই ছেলে হুমায়ুন ও হায়দার। পুত্রবধুদ্বয়ের একজন হিন্দিতে আরেকজন বরিশালেল ভাষায় কথা বলেন। এক পর্যায়ে কর্নেলে পরিবারে হাজির হয় বড় মেয়ে আর জামাই, শালা এবং ছোট ভাই বোন। কর্নেল ভিলার পাশেই চাপা মঞ্জিল ও রাণী মহল। রায়হান সাহেব দারোগা হলেও আসল তার স্ত্রী রাণী বেগম। রায়হান সাহেব স্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারেন না। তিন ছেলে রাজীব, রতন ও রানা তিন স্বভাবের। একজন তিনবার ফেল করা হোমিও ডাক্তার, আরেকজন নায়ক হবার অডিশনে ব্যস্ত আর অন্যজন বেকার। এরপর আসে চাপা খালার কথা। চাপা মারাই হচ্ছে চাপা খালার স্বভাব। মহল্লায় চাপা খালার পরিচিতি সুন্দরী মেয়ে চুমকীর কারণে। চুমকীর পেছনে ছেলেদের লাইন। তার বাবা চান্দু ব্যাপারী একজন ফটকা স্বভাবের লোক। এই তিন ভূবনের বাসিন্দাদের মজার মজার ঘটনায় এগিয়ে চলে নাটকের কাহিনী।
Leave Comment