posted on Aug 10, 2014
আগামী ১২ আগস্ট থেকে এনটিভির শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চলো হারিয়ে যাই’। নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে। সাইফুল ইসলাম মাননু’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মামুনুর রশীদ, ডলি জহুর, আজিজুল হাকিম, শামস সুমন, কুমকুম হাসান, আহসান নাসিম, আরজুমান আরা বকুল, মিশু সাব্বির, আমিন আজাদ, নাইম, রাজিব সালেহীন, মাসিয়াত প্রমূখ। ‘একদল উচ্চবৃত্ত পরিবারের তরুণ-তরুণী। বিকেল হলে টেনিস খেলা, গান করা, সবাই মিলে ঘুড়ে বেড়ানো, দামী রেস্তোরায় বসে খাওয়া- এটাই তাদের প্রতিদিনের চিত্র। তাদের কোন বৈচিত্র নেই। পরিবারের কোন কিছুতেই নেই কোন ভ্রক্ষেপ। কখনওবা চরম বন্ধুত্ব আবার কখনো বা ঠুনকো বিষয়ে মান অভিমান করে বাড়ী ফেরা। কিছুক্ষণ পরই আবার মিলে যাওয়া। সেটাকে সেলিব্রেট করা। এদের মধ্যের কেউ অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল, কিন্তু সেটা লুকিয়ে যায় সযতনে। জীবনের স্বাদ পেতে দিন-রাত সবাই মিলে ছুটে বেড়ায়। কিন্তু তারা কি চায় নিজেও জানে না। এ নিয়ে বাবা মা অনেক কিছু বলে। কিন্তু গায়ে মাখে না। বাবা মা তাদের বাচ্চার ভবিষ্যত নিয়ে যে পরিকল্পনা করে সেটা ওদের কাছে মনে হয় চাপিয়ে দেয়া কোন কিছু। একদল তরুণ-তরুণীর চিন্তা-ভাবনা আর জীবন-যাপন আর ওদর পরিবারের সম্পর্ক, কিছু সুখ-দু:খের মুহুর্ত নিয়েই গড়ে উঠেছে নাটক চলো হারিয়ে যাই।’
Leave Comment