posted on Jul 4, 2015
ঈদে মাছরাঙায় ৬ পর্বের ধারাবাহিক 
এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনে থাকছে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘খায়েশ’। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে প্রচারিত হবে এটি। কাজী শহীদুল ইসলামের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, অর্ষা, জুঁই, আরফান, শিরিন আলম প্রমুখ। এতে দেখা যাবে, ফজলু সিকদারের মেজাজ খুব খারাপ। মতলব চেয়ারম্যান তাকে অপমান করেছে। প্রতিশোধ নেয়ার জন্য অস্থির হয়ে ওঠে সে। লোকজন বুদ্ধি দেয়, মতলব চেয়ারম্যানকে হারিয়ে চেয়ারম্যান হতে হবে তাকে। কিন্তু চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা নেই তার। সেজন্য বড় বড় বংশের সাথে আত্মীয়তা করার সিদ্ধান্ত নেয় সে। যেসব বংশে ভোটের পরিমান বেশী সেই বংশগুলোকে টার্গেট করে। ছেলের বউকে জোর করে ডিভোর্স দিয়ে বড় বংশের মেয়েকে বউ বানাতে চায়। এমনকি নিজেও ভিন্ন ভিন্ন বংশে আরও তিনটা বিয়ে করে ভোট ব্যাংক বাড়ানোর চিন্তা করে। নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
Leave Comment